Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে স্নানঘাট

স্নানঘাট ইউনিয়ন

এক নজরে স্নানঘাট ইউনিয়ন

কালের স্বাক্ষী বহনকারী সুটকি নদীর তীরে গড়ে  উঠা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো স্নানঘাট ইউনিয়ন । কালের পরিক্রমায় আজ উত্তর পূর্ব ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা

সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক)     নাম – স্নানঘাট পূর্ব ইউনিয়ন পরিষদ।

খ)     আয়তন – ২৬.০৩ (বর্গ কিঃ মিঃ)।

গ)     লোকসংখ্যা – ১৭৬৪৬জন (প্রায়) (২০১০ সালের আদম শুমারি অনুযায়ী)।

ঘ)     গ্রামের সংখ্যা – ৪২ টি।

ঙ)     মৌজার সংখ্যা – ৮ টি।

চ)      হাট/বাজার সংখ্যা -৩টি।

ছ)     উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ)     শিক্ষার হার – ৬৫%। (২০১০ এর শিক্ষা জরীপ অনুযায়ী) ,সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৪টি,

         উচ্চ বিদ্যালয়ঃ ২টি, মহাবিদ্যালয়ঃ ১টি, মাদ্রাসা- ২টি।

ঝ)     দায়িত্বরত চেয়ারম্যান – ফেরদৌস আলম

ঞ)    গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট)     ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ)     ইউপি ভবন স্থাপন কাল – ০১-০১-২০১৬ইং।

ঢ)     ইউনিয়ন পরিষদ জনবল  -

             ০১)     চেয়ারম্যান - ০১ জন।

             ০২)    নির্বাচিত মহিলা সদস্য - ০৩ জন।

             ০৩)    নির্বাচিত পরিষদ সদস্য – ০৯ জন।

             ০৪)    ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।

             ০৫)    উদ্যোক্তা - ০১ জন।

             ০৬)    ইউনিয়ন গ্রাম পুলিশ – ১১জন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

(ইংরেজি:Snanghat Union), এগ বাহুবল উপজিলার হবিগঞ্জ জেলার বারো সিলেট বিভাগর ইউনিয়ন আগ। আয়তনহান: ১১,০২৯ একর (১৭,.২৩বর্গ কিলোমিটার)। ইউনিয়ন এগত ৩০৮৫ গ ঘরর ইউনিট আসে। বাংলাদেশর ১৯৯১ মারির মানুলেহা (লোক গননা) ইলয়া স্নানঘাট ইউনিয়নর জনসংখ্যা ইলাতাই ১৮,০৮১ গ। অতার মা মুনি ৫১%, বারো জেলা/বেয়াপা ৪৯%। ইউনিয়ন এগত ১৮ বসরর গজে ৮৮৩৭গ মানু আসি। লহঙ করিসিতা ২৮৬৬গ বেয়াপা (১৫-৪৪ বসর) আসি। স্নানঘাট ইউনিয়নর সাক্ষরতার হারহান ১৮.২%। বাংলাদেশর সাক্ষরতার হারহান ৩২.৪%।